ভয়াবহ বিপর্যয়ের দিকে ভারত!

ভয়াবহ বিপর্যয়ের দিকে ভারত!

অনলাইন ডেস্ক:

ভারত বিশাল দেশ। অজস্র তার প্রাকৃতিক বৈচিত্র্য। মরুভূমি, বনাঞ্চল, সমুদ্র আর হিমাঞ্চল-সবই আছে ভারতে। কিন্তু আগামী আট দশকের মধ্যেই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়তে পারে দেশটি। হতে পারে তাপপ্রবাহ, বিধ্বংসী বন্যা, ভয়ানক শক্তিশালী ভূমিকম্পের মতো বিপর্যয়। আর এ জন্য দায়ী হবে বিশ্ব উষ্ণায়ন।

‘আর্থ সিস্টেমস অ্যান্ড সায়েন্স’-এই জার্নালের একটি রিপোর্টে বলা হয়েছে, ভারতের অবস্থা আগামী দিনে সবচেয়ে খারাপ হতে চলেছে।

সৌদি আরবের বিশ্ববিদ্যালয় আব্দুলাজিজ-এর প্রফেসর মনসুর আলমাজৌরি জানান, একুশ শতকে ভারতের বার্ষিক সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৪.২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। ভারতের মত জনঘনত্ব বহুল দেশে এমনিতেই প্রকৃতির নানা রূপ এ যাবৎ দেখা গেছে। অনুমান করা হচ্ছে, হয়তো একুশ শতকের বাকি সময়েই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হবে ভারত।

তবে কেবল তীব্র তাপপ্রবাহ বা উষ্ণতার লাগামছাড়া বৃদ্ধি নয়, ভয়াবহ বন্যার সম্ভাবনাও রয়েছে ভারতে। ওই জার্নালের রিপোর্টে বলা হয়েছে যে, উত্তর-পশ্চিম ভারতে মূলত ভয়াবহ বন্যার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত তাপমাত্রার ফলে ক্রমাগত গলছে হিমবাহ। তার জেরেই এই বন্যা হতে পারে বলে মত বিজ্ঞানীদের। পাশাপাশি বার্ষিক গড় বৃষ্টির পরিমাণ মাত্রাতিরিক্ত ভাবে বাড়তে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা।

অতিরিক্ত বৃষ্টি, তীব্র তাপ প্রবাহ কিংবা ভয়াবহ বন্যা, ভারতের জনজীবনে ব্যাপক প্রভাব ফেলবে এইসব প্রাকৃতিক বিপর্যয়। চরম ক্ষয়ক্ষতি হতে পারে ফসলের। কৃষিতে ক্ষতি হলে তার পুরো প্রভাব পড়বে গোটা দেশে। কারণ কৃষির উপর ভিত্তি করেই দাঁড়িয়ে রয়েছে ভারতের অর্থনীতি। ফলে শস্য-পণ্যের দাম বৃদ্ধির সঙ্গে দেশজুড়ে দেখা অনাহার, অর্থাভাব এবং গরিবি দেখা যাবে।

-এফকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter