মডার্নার আরও ১০ লাখ টিকা বাতিল

মডার্নার আরও ১০ লাখ টিকা বাতিল

স্বাস্থ্যঃ
করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট জাপানে আবারও ছড়িয়ে পড়তে শুরু করেছে। চলতি মাসে দেশটিতে প্রতিদিন নতুন করে ২৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

এমন পরিস্থিতিতে যখন বেশি করে করোনার টিকা প্রয়োগ করা দরকার, তখন টিকার মধ্যে খুঁজে পাওয়া গেল দূষিত পদার্থ।

জাপানের রাজধানী টোকিও’র কাছাকাছি প্রদেশ গুনমা এবং দক্ষিণের ওকিনা প্রদেশ থেকে মডার্নার টিকায় দূষিত পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। এরপরই ১৬ লাখ টিকা বাতিল করা হয়।

দূষণের বিষয়টি স্বীকার করে জাপানের স্বাস্থ্যমন্ত্রী সোমবার (২৯ আগস্ট) রয়টার্সকে বলেছেন, টিকার কৌটায় সমস্যা থাকার কারণেই টিকাগুলো দূষিত হয়েছে। এছাড়া রাবার মোড়ানো অংশেও কোনো সমস্যা থাকতে পারে।

এদিকে মডার্নার টিকা প্রয়োগ করার পর দুজনের মৃত্যু হয়। কী কারণে মৃত্যু হয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে গিয়ে এ চিত্র উঠে আসে।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter