মন্ত্রীসভাসহ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিকঃ

সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যের সমর্থন না পাওয়ায় অবশেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলেন তানশ্রী মুহিউদ্দিন ইয়াসিন।

জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি প্রধানমন্ত্রী হিসাবে পদত্যাগের ঘোষণা দেন।

একই সঙ্গে রাজার নির্দেশে পরবর্তি সরকার গঠন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে দায়িত্ব পালন করবেন বলেও মন্তব্য করেন তিনি।

মালয়েশিয়াবাসীর কাছে যে কোন ভুলের জন্য ক্ষমা চেয়ে মুহিউদ্দিন বলেন, জীবন ও জীবিকা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছি। ক্ষমতার অপব্যবহার করে আমি প্রধানমন্ত্রী হিসাবে থাকতে চাইনি। এসময় নতুন সরকারে যেই আসুক তার জন্য শুভকামনাও জানান মুহিউদ্দিন।

দ্রুত সময়ের মধ্যে সরকার গঠন হবে আশাবাদ ব্যাক্ত করে, পর্যাপ্ত টিকা রয়েছে এজন্য করোনার টিকা নিয়ে জনগনের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন তিনি। নতুন সরকার জনগনের প্রতি আরো বেশি দায়িত্বশীল ও যত্নবান হবে এবং এটাই তার একমাত্র প্রত্যাশা বলে মন্তব্য করেন সদ্য সাবেক এ প্রধানমন্ত্রী।

নতুন সরকার কে হবে তা রাজার উপর নির্ভর করছে মন্তব্য করে মুহিউদ্দিন বলেন তিনি যার উপর আস্থা রাখবেন, যার সমর্থন বেশি তিনিই হবেন মালয়েশিয়ার পরবর্তি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পদত্যাগের সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদও বিলুপ্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে মুহিউদ্দিন পরবর্তী নতুন সরকার গঠন নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক দলের নেতাদের দৌঁড়ঝাপ।

উল্লেখ্য, অবসর ভেঙ্গে রাজনীতিতে এসে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পান ড. মাহাথির মোহাম্মদ। তবে দুই বছরের মাথায় মাহাথির পদত্যাগ করলে তৈরি হয় জটিলতা। সংসদ সদস্যদের সঙ্গে কথা বলে রাজার সম্মতিতে দায়িত্ব পান মাহাথির সরকারের সাবেক মন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন।

Print Friendly, PDF & Email
FacebookTwitter