মমতাকে প্রধানমন্ত্রীর টেলিফোন

মমতাকে প্রধানমন্ত্রীর টেলিফোন

কূটনৈতিকঃ
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষয়ক্ষতির খবর নেন প্রধানমন্ত্রী।

২২ মে, শুক্রবার বেলা ১১টা ১০ মিনিটে মমতাকে ফোন করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে ইহসানুল করিম বলেন, ‘শুক্রবার ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ফোন করেন। এ সময় তিনি রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষতি হয়েছে তার খোঁজ-খবর নেন।’

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ের কারণে ধনসম্পদ ও জানমালের যে ক্ষতি হয়েছে তার জন্য সমবেদনা জানান প্রধানমন্ত্রী। তারা শিগগিরই এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় সমবেদনা জানানোর জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, গত বুধবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে ব্যাপক তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় আম্পান। এই ঝড়ে রাজ্যটিতে ৮০ জনের মৃত্যু হয়েছে। ২১ মে, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য জানিয়েছেন। এর মধ্যে কলকাতায় ১৯ জন এবং রাজ্যটির বিভিন্ন জেলায় ৬১ জনের প্রাণহানি ঘটে। এছাড়াও ব্যাপক সম্পত্তি ও ফসলের ক্ষতি হয়।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter