মালবাহী ট্রেনকে চলন্ত ট্রেনের ধাক্কা, আহত ৫০

মালবাহী ট্রেনকে চলন্ত ট্রেনের ধাক্কা, আহত ৫০

সারাদেশঃ
মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেন। রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ দুর্ঘটনা ঘটে।

এতে ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

ওই দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত এবং তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ দূর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী একটি ট্রেন দাঁড়ানো ছিল। মালবাহী ট্রেনের লাইনেই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি ঢুকে পড়ে। এ সময় সোনার বাংলা ট্রেনটি মালবাহী ট্রেনটির পেছন থেকে ধাক্কা দেয়।

রেলওয়ে স্টেশন থেকে সিগন্যাল ঠিক না করায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। যে লাইনে মালগাড়িটি আছে, সেই লাইনে যাত্রীবাহী ট্রেন কীভাবে ঢোকে? স্টেশন কর্তৃপক্ষের অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে।

-জেএফ

Print Friendly, PDF & Email
FacebookTwitter