মাস্ক নিয়ে কোকাকোলার সচেতনতা কার্যক্রম শুরু

মাস্ক নিয়ে কোকাকোলার সচেতনতা কার্যক্রম শুরু

ব্র্যান্ডঃ
মাস্ক পড়ুন ,নিরাপদ থাকুন,নিরাপদ রাখুন এই স্লোগান নিয়ে করোনা মহামারীর ‘দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ রোধের ‘মাস্ক পরিধানে সরকারের পদক্ষেপ কে সামনে রেখেই দেশজূড়ে ‘মাস্ক বিতরন’ এবং সচেনতা কার্যক্রম শুরু করেছে আন্তর্জাতিক কোমল পানীয় ব্রান্ড কোকাকোলা কোম্পানির অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড(আইবিপিএল) ।

শনিবার রাজধানীর গুলশান-১ চত্তরে সীমিত পরিসরে আনুষ্ঠানিকভাবেই মাস্ক বিতরণের মধ্যে দিয়ে এই উদ্বেগের সূচনা করেন ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তাপস কুমার মন্ডল।

মাস্ক সচেতনতা কর্মসূচী প্রসঙ্গে, ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড প্রধান তাপস কুমার মন্ডল বলেন, মাস্ক পরিধানের মত ভালো অভ্যাসের মাধ্যমে করোনা ভাইরাসে সংক্রামন অনেকাংশে কমানো সম্ভব।

মাস্ক পরিধানের সুফল পেতে নাক এবং মুখ পুরোটাই ঢেকে রাখার পরামর্শ দেন তিনি।

প্রতিষ্ঠানটির পাবলিক অ্যাফেয়ার্স এবং কমিনিকেশন্স বিভাগের প্রধান মোহাম্মদ নুরে আলম বলেন, সাধারন মানুষকে মাস্ক পরিধানে উৎসাহিত করতে ঢাকাসহ দেশজূড়ে ২৫ টি স্থানে আগামী কয়েক মাস ধরে চলবে কোকাকোলার এই বিশেষ কার্যক্রম।

শতভাগ বিদেশী বিনিয়োগ নিয়ে বাংলাদেশে সরাসরি ৮০০ কর্মসংস্থানের পাশাপাশি পরোক্ষভাবে তিন হাজারের বেশি মানুষের জীবিকায় সাহায্য করছে কোকাকোলা।

কোকাকোলার গোপন স্বাদ বজায় রেখে ময়মনসিংহের ভালুকায় অত্যাধুনিক কারখানায় কোমল পানীয় উৎপাদন করা হচ্ছে।

বাংলাদেশের বাজারে কোকাকোলার পানীয়গুলোর মধ্যে – কোক, ডায়েট কোক, স্প্রাইট, ফ্যান্টা, কিনলে পানি, কিনলে সোডা, কোকাকোলা জিরো, স্প্রাইট জিরো এবং থাম্বস আপ কারেন্ট অন্যতম।

-শিশির

Print Friendly, PDF & Email
FacebookTwitter