মেসিকে ছাড়ছে না বার্সা

স্পোর্টসঃ

কোনও সিদ্ধান্ত ছাড়াই শেষ হলো লিওনেল মেসির বাবা ও বার্সেলোনা সভাপতির বৈঠক। বুধবার বিকেলে ন্যু ক্যাম্পে ক্লাবের সভাপতি বার্তোমেউ ও লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মধ্যে দুঘণ্টার বৈঠক হয়। 

বার্তোমেউয়ের সঙ্গে ছিলেন বার্সেলোনার পরিচালক হাভিয়ের বোর্দাস এবং হোর্হে মেসিকে সাহায্য করেন মেসির ভাই রদ্রিগো মেসি। দীর্ঘ আলোচনার পরও দুই পক্ষের মধ্যে কোন সমঝোতা হয়নি। 

বার্তোমেউয়ের সঙ্গে ছিলেন বার্সেলোনার পরিচালক হাভিয়ের বোর্দাস এবং হোর্হে মেসিকে সাহায্য করেন মেসির ভাই রদ্রিগো মেসি। দীর্ঘ আলোচনার পরও দুই পক্ষের মধ্যে কোন সমঝোতা হয়নি।

সভা শেষে বার্তোমেউ বলেন, রিলিজ ক্লজ থেকে খেলোয়াড়ের বেরিয়ে যাওয়ার সময়সীমা শেষ হয়েছে ১০ জুন। সুতরাং মেসি নতুন মৌসুমের জন্য চুক্তিবদ্ধ খেলোয়াড় এবং তাকে অনুশীলনে নামতে হবে।

এদিকে মেসির বাবা, মেসির পক্ষ থেকে ব্যুরোফ্যাক্সের মাধ্যমে পাঠানো চুক্তির শর্ত অনুযায়ী বিনা ফি-তে ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা জানান। দুই পক্ষই নিজেদের সিদ্ধান্তে অটল থাকায় বিষয়টি আদালতে গড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter