যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ: সভাপতি নুরুন নবী ও সম্পাদক রানা

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ: সভাপতি নুরুন নবী ও সম্পাদক রানা

ডেস্ক রিপোর্টঃ

শনিবার (২৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় পরিষদের প্রাক্তন সভাপতি ড. নুরুন নবীকে পুনরায় সভাপতি ও ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

সর্বসম্মতিক্রমে জুম মিটিং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রাফায়েত চৌধুরী, ফাহিম রেজা নূর, সফেদা বসু বিন্ধু, ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, আবু তাহের বীরপ্রতীক, ড. আবু নাসের রাজীব, নজরুল আলম, মঞ্জুরুল ইসলাম রুমি, আব্দুর রহিম বাদশা, জাকারিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন উদ্দিন টিপু, নূরুন নবী চৌধুরী শামিম, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক দস্তগীর জাহাঙ্গীর, বিশেষ প্রকল্প সম্পাদক শাখাওয়াত আলী, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী বাবুল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সৈয়দ মতিউর রহমান শিমু, কমিউনিটি বিষয়ক সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, স্যোশাল ওয়েলফেয়ার সম্পাদক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অজন্তা সিদ্দিকী, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন আহমেদ মুন্না ও যুব বিষয়ক সম্পাদক আরেফিন চৌধুরী পিয়াল।

এছাড়াও পরিষদের সাংগঠনিক সমন্বয় ও পরিচালনার স্বার্থে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

-বিজ্ঞপ্তি

Print Friendly, PDF & Email
FacebookTwitter