রাবি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নকল পরীক্ষার্থী

রাবি ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন নকল পরীক্ষার্থী

শিক্ষাঃ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মানবিক অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী গ্রুপ-২ এ প্রথম হয়েছেন এক প্রক্সি পরীক্ষার্থী।

এ ছাড়া একই ইউনিটের গ্রুপ-৩ এ আরেক প্রক্সি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

সোমবার (১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

ওয়েবসাইটে প্রকাশিত ফলে দেখা যায়, ‘এ’ ইউনিটের গ্রুপ-২ এ প্রথম হয়েছেন ৩৯৫৩৪ রোলের পরীক্ষার্থী তানভীর আহমেদ। যার হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পরে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন প্রক্সিদাতা বায়জিদ খান। এ ছাড়া গ্রুপ-৩ এ মেধাতালিকায় ৬ হাজার ৯২১তম হয়ে উত্তীর্ণ হয়েছেন মোছা. ইশরাত জাহান। যার হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পরে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন প্রক্সিদাতা জান্নাতুল মেহজাবিন। এ ছাড়া বাকি দুজন প্রক্সি পরীক্ষার্থীকে ওয়েবসাইটে প্রকাশিত ফলে এক্সফেলড দেখানো হয়েছে।

পরীক্ষায় প্রক্সির বিষয়টি ধরা পড়া সত্ত্বেও কেন দুজনকে এক্সফেলড দেখানো হয়নি? এ বিষয়ে জানতে ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ইলিয়াস হোসাইনের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি।

এর আগে গত ২৬ জুলাই অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪ প্রক্সিদাতাসহ একজন প্রক্সি পরীক্ষার্থী ধরা পড়ে। এ ঘটনায় ভর্তি পরীক্ষা কেন্দ্রে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এখলাছুর রহমান ড. এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে রোল ১৭২২৮-এর পরীক্ষার্থী লিমনের হয়ে, একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিন রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে রোল ৬২৮২৮-এর পরীক্ষার্থী মোছা. ইশরাত জাহান হয়ে, রাবির ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়জিদ খান সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনে রোল ৩৯৫৩৪-এর পরীক্ষার্থী তানভির আহমেদ হয়ে এবং খুলনার গাজী মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক ডা. সমীর রায় শেখ রাসেল মডেল স্কুলে রোল ৮৪৬৪৮-এর পরীক্ষার্থী এস এম রাহাত আমীন রিয়াদের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন।

এ ঘটনায় জান্নাতুল মেহজাবিনকে দুই বছর, এখলাছুর রহমান, বায়জিদ খান ও ডা. সমের রায়কে এক বছর এবং ডা. সমেরকে নিজের পরীক্ষার আসনে বসানো শিক্ষার্থী এস এম রাহাত আমীনকে ক্যাম্পাসে পাওয়ার পর আটক করে তাকে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, আমি বিষয়টি জেনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছি।

-আরপি

Print Friendly, PDF & Email
FacebookTwitter