রিজেন্ট হাসপাতালের ৭ জন রিমান্ডে

আইন আদালতঃ

নমুনা পরীক্ষা ছাড়াই করোনার ফলাফল দেওয়াসহ নানা অভিযোগে গ্রেপ্তার বেসরকারি রিজেন্ট হাসপাতালের সাতজনকে রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার রাজধানীর উত্তরা থানা-পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাদের সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে প্রত্যেক আসামিকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

আসামিদের মধ্যে একজন কিশোর হওয়ায় তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি। সবাইকে এদিন আদালতে হাজির করা হয়েছিল।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা আহসান হাবীব, হেলথ টেকনিশিয়ান আহসান হাবীব হাসান, হেলথ টেকনোলজিস্ট হাতিম আলী, রিজেন্ট গ্রুপের প্রকল্প প্রশাসক রাকিবুল ইসলাম, রিজেন্ট গ্রুপের মানবসম্পদ কর্মকর্তা অমিত বনিক, রিজেন্ট গ্রুপের গাড়িচালক আবদুস সালাম ও নির্বাহী কর্মকর্তা আবদুর রশীদ খান।

এর আগে উত্তরা পশ্চিম থানায় এ ঘটনায় মামলা করে র‌্যাব। করোনা পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়াসহ নানা প্রতারণার অভিযোগে এনে করা এই মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ করিমকে প্রধান আসামি করা হয়।

-পিও

Print Friendly, PDF & Email
FacebookTwitter