লকডাউনে খোলা থাকছে শপিং মল

লকডাউনে খোলা থাকছে শপিং মল

ডেস্ক রিপোর্টঃ

করোনাভাইরাস রোধে সাধারণ ছুটি বাড়ালেও দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দিয়েছে সরকার। ঈদ আসন্ন তাই ৭ মে থেকে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়।

৪ মে, সোমবার এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ঈদকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খোলার অনুমতির কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে ব্যবসা-বাণিজ্য চালু রাখার স্বার্থে দোকান-পাট খোলা রাখা যাবে। এ ক্ষেত্রে ক্রয়-বিক্রয়কালে পারস্পারিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বড় বড় শপিংমলগুলোর প্রবেশমুখে হাত ধোয়ার ব্যবস্থাসহ স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। এবং শপিংমলে আগত যানবাহনসমূহকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। সেইসাথে দোকানপাট এবং শপিংমলসমূহ আবশ্যিকভাবে বিকেল ৫টার মধ্যে বন্ধ করতে হবে।’

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter