প্রথম ডিজিটাল সাধারণ সভা করলো ল্যাক্সোস্মিথক্লাইন

প্রথম ডিজিটাল সাধারণ সভা করলো ল্যাক্সোস্মিথক্লাইন

ব্যবসা-বাণিজ্যঃ
গ্ল্যাক্সোস্মিথক্লাইন বাংলাদেশ লিমিটেড-এর ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বিএসইসি-এর আদেশ এসইসি/এসআরএমআইসি/০৪-২৩১/৯৩২ এর ২৪শে মার্চ, ২০২০ তারিখ অনুসারে ১৬ এপ্রিল বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জিএসকে বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান জনাব মাসুদ খান। এজিএম-এ আরও উপস্থিত ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জনাব প্রশান্ত পান্ডে, ডিরেক্টর জনাব মো: আবুল হোসেন, জনাব মহসিন উদ্দিন আহমেদ, জনাব রেজাউল হক চৌধুরী, জনাব হাসনাইন আহমেদ, জনাব জাহেদুর রহমান এবং কোম্পানি সেক্রেটারি জনাব জনাব মো. নাহারুল ইসলাম মোল্লাসহ অন্যান্য শেয়ারহোল্ডারাও এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন।

সভায় কোম্পানির সদস্যবৃন্দ পরিচালক ও নিরীক্ষক এর প্রতিবেদন সহ ২০১৯ সালের বার্ষিক হিসাব এবং প্রতি ১০ (দশ) টাকা শেয়ারে ৫৩০% অর্থাৎ ৫৩.০০ টাকা (তেপান্ন টাকা) লভ্যাংশ এই এজিএম অনুমোদন করেন । উল্লেখ্য, এটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত দেশের প্রথম এজিএম।

-শিশির

Print Friendly, PDF & Email
FacebookTwitter