শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষেয়ে সরকারের সংকেত পাওয়া গেল

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষেয়ে সরকারের সংকেত পাওয়া গেল

শিক্ষাঃ
করোনাকালে সংক্রমণ রোধে দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া বিষেয়ে সরকারের পক্ষ থেকে এবার সংকেত পাওয়া গেল।

সরকারের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল বলেছেন শিক্ষক-শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন হলেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (১৭ মে) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব একথা বলেন।

তিনি বলেন, স্কুল-কলেজ খোলার বিষয়ে অনেক আলোচনা হয়েছে। সবারই একটা বক্তব্য আগে কম্লাই করতে হবে। সরকার নির্দেশনা দিয়ে দিয়েছে, ইউনিভার্সিটি বা কলেজগুলোর যে হোস্টেলগুলো আছে সেগুলো অলরেডি ৪০টির মতো সংস্কার হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন আসছে।

‘যদি ইউনিভার্সিটির ছেলেদের ভ্যাকসিনেটেড করে ফেলতে পারি তারপরে ইনশাল্লাহ তাড়াতাড়ি স্কুল-কলেজ খুলে দিতে পারবো। ’

-টিবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter