শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষকরা

রাবি প্রতিনিধিঃ

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ জানিয়ে মানবন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল) শিক্ষকরা।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এ মানববন্ধনের আয়োজন করে তারা।

দলটির আহবায়ক অধ্যাপক এনামুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক দিল আরা বেগম, রসায়ন বিভাগের অধ্যাপক শাহেদ উজ জামান প্রমুখ।

এসময় নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন ও হামলা কারীদের শাস্তির দাবি জানিয়ে সরকারের উদ্দেশ্যে বক্তারা বলেন, ‘শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছে তখন কতিপয় দূর্বৃত্ত, সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়েছে, গুলি বর্ষণ করেছে। শিক্ষার্থীদের নায্য দাবি দমনে যে হামলা চালানো হয়েছে তার প্রতি ধিক্কার জানায়।’

এছাড়া নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করেন তারা। পদত্যাগ না হলে অবস্থান কর্মসূচী পালন করার হুমকিও দেন শিক্ষকরা।

আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter