শিক্ষার্থীর দূর্ঘটনাস্থলে আন্ডারপাসের ভিত্তি স্থাপন

অনলাইন ডেস্কঃ

দূর্ঘটনা কবলিত, বহুল আলোচিত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের নিকট বিমানবন্দর সড়কে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সাকল ১০টায় পথচারী আন্ডার-পাস প্রকল্পের এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি অনুযায়ী এ আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর  স্থাপন করলেন। এর আগে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান এবং ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী।

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও ১০ শিক্ষার্থী।  ওই ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বেশ কয়েকদিন আন্দোলনে করেন। পরে প্রধানমন্ত্রী নিরাপদ সড়কের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলে ঘরে ফিরেন শিক্ষার্থীরা।

আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter