সারাবিশ্বে ৭০ লাখের বেশি করোনা রোগি সুস্থ

সারাবিশ্বে ৭০ লাখের বেশি করোনা রোগি সুস্থ

করোনা সংবাদঃ
করোনাভাইরাসে (কোভিড-১৯) মহামারীতে এখন পর্যন্ত ২১৫টি দেশ ও অঞ্চলে ৫ লাখ ৫২ হাজারের বেশি মানুষ এতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তবে এর বিপরীতে সুস্থতার সংখ্যাও বেড়ে চলেছে। ইতোমধ্যে ৭০ লাখের বেশি করোনারোগী সুস্থ হয়ে উঠেছেন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৯ জুলাই, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ২১ লাখ ৬৪ হাজার ১১৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ লাখ ৫২ হাজার ২৩ জন ইতোমধ্যে মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪৫ লাখ ৮২ হাজার ৯০ জন, এদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৫৮ হাজার ৩১৯ জন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৭০ লাখ ৩০ হাজার ৬ জন করোনারোগী।

যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ১৩ লাখ ৯২ হাজার ৬৭৯ জন সুস্থ হয়ে উঠেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ১১ লাখ ১৭ হাজার ৯২২ সুস্থ হয়েছেন ব্রাজিলে। ভারতে ৪ লাখ ৭৬ হাজার ৫৫৪ জন (তৃতীয়), রাশিয়ায় ৪ লাখ ৭২ হাজার ৫১১ জন (চতুর্থ) ও চিলিতে ২ লাখ ৭১ হাজার ৭০৩ জন (পঞ্চম) করোনা জয় করে বাড়ি ফিরেছেন।

এছাড়া ইরানে ২ লাখ ৯ হাজার ৪৬৩ জন, পেরুতে ২ লাখ ৪ হাজার ৭৪৮ জন,ইতালিতে ১ লাখ ৯৩ হাজার ৬৪০ জন, তুরস্কে ১ লাখ ৮৭ হাজার ৫১১ জন, জার্মানিতে ১ লাখ ৮২ হাজার ৭০০ জন, সৌদি আরবে ১ লাখ ৫৮ হাজার ৫০ জন, পাকিস্তানে ১ লাখ ৪০ হাজার ৯৬৫ জন,দক্ষিণ আফ্রিকায় ১ লাখ ৬ হাজার ৮৪২ জন, কাতারে ৯৬ হাজার ১০৭ জন, বাংলাদেশে ৮০ হাজার ৮৩৮ জন, চীনে ৭৮ হাজার ৫৯০ জন, ফ্রান্সে ৭৭ হাজার ৯৮৫ জন সুস্থ হয়েছেন।

এছাড়া স্পেন ও যুক্তরাজ্যে উল্লেখযোগ্য সংখ্যক করোনারোগী সুস্থ হলেও এ সংক্রান্ত তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে দেশ দুটি।

-পিও

Print Friendly, PDF & Email
FacebookTwitter