শিক্ষাঃ
প্রথম বারের মতো ইইই আন্তর্জাতিক কার্নিভাল এর অংশ হিসেবে, চুয়েটে শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর ইলেকট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা তিন দিন ব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছে।

পাইথন ও মেশিন লার্নিং এর উপর প্রথম দুটি সেশন আয়োজন করা হয়। চুয়েট কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর সম্মানিত শিক্ষক অভিষেক দাস শিক্ষার্থীদের পাইথন এর সাথে পরিচয় করিয়ে দেন।

পরবর্তী ধাপে পাইথন এর সাথে মেশিন লার্নিং এর পরিচিতি এবং প্রয়োগ এর উপর গুরুত্ব আরোপ করেন চুয়েট ইটিই বিভাগ এর আরেক শিক্ষক জনাব ইফতেখার হোসেন। এ সময় সেশন সমাপ্তিতে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

আয়োজন শেষে ইইই কার্নিভাল এর সভাপতি অধ্যাপক ডঃ শাহরুখ আদনান খান, শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর, চুয়েট এর পরিচালক অধ্যাপক ডঃ এম মশিউল হককে ধন্যবাদ জ্ঞাপন করেন।

কার্নিভাল এর মিডিয়া পার্টনার নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম এবং দৈনিক বাংলা।

-শিশির

Print Friendly, PDF & Email
FacebookTwitter