সেলিম পুত্র এরফান কাউন্সিলর পদ হারাতে যাচ্ছেন!

সেলিম পুত্র এরফান কাউন্সিলর পদ হারাতে যাচ্ছেন!

সিটি করপোরেশনঃ
মাদক নিয়ন্ত্রণ আইনে ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে সাজা হওয়ায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইরফান সেলিম তাঁর পদ থেকে সাময়িক বরখাস্ত হতে যাচ্ছেন।

সিটি করপোরেশন থেকে প্রয়োজনীয় কাগজপত্র স্থানীয় সরকার বিভাগে গেলে এ সংক্রান্ত চিঠি জারি করা হবে।

স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো জনপ্রতিনিধির সাজা হলে আইন অনুযায়ী প্রথমে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হয়। সে অনুযায়ী তাঁকে (ইরফান) সাময়িক বরখাস্ত করা হবে।

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান ও তাঁর দেহরক্ষী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে ইরফানকে মাদক নিয়ন্ত্রণ আইনে এক বছর ও অবৈধ ওয়াকিটকি রাখার দায়ে আরও ছয় মাস কারাদণ্ডাদেশ দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর জাহিদুলকে অবৈধ ওয়াকিটকি বহনের দায়ে ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়।

-বি

Print Friendly, PDF & Email
FacebookTwitter