সোয়া তিন কোটি টাকা ঘুষ চেয়েছিলেন সিনহা

 অনলাইন ডেস্কঃ

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এসকে সিনহা) সোয়া তিন কোটি টাকা ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপির সভাপতি ব্যারিস্টার নাজমুল হুদা।

তিনি বলেন, ‘২০১৭ সালের কোনো এক সময় এসকে সিনহা আমাকে তার খাস কামরায় ডেকে নিয়ে আমার কাছে সোয়া তিন কোটি টাকা ঘুষ চেয়েছিলেন।’

সোমবার একটি অনলাইন সংবাদমাধ্যমকে একথা বলেন ব্যারিস্টার নাজমুল হুদা।

নাজমুল হুদা বলেন, ‘২০১৭ সালের কোনো একসময় এসকে সিনহা আমরা কাছে ঘুষ চেয়েছেন। তারিখটি আমার মামলার এজাহারে লেখা আছে। এই মুহূর্তে তারিখের কথা মনে পড়ছে না। একটি মামলা থেকে খালাস দেয়ার জন্য ২ কোটি টাকা এবং আমার ২ কোটি ৫০ লাখ টাকার ব্যাংক গ্যারান্টি রিলিজ আবেদনের বিপরীতে ১ কোটি ২৫ লাখ টাকা ঘুষ চেয়েছিলেন তিনি।’

কেন ঘুষ চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, ‘আমরা নামে যেসব মামলা আছে, সেগুলো থেকে অব্যাহতি দেয়ার প্রলোভন দেখিয়ে ঘুষ চেয়েছিলেন। আর ঘুষ না দিলে যে মামলা থেকে আমি অব্যাহতি পেয়েছি, সেগুলো পুনরায় শুনানি করা হবে। এই ধরনের হুমকি দিয়েছিলেন এসকে সিনহা।’

তিনি আরো বলেন, ‘আমি ঘুষ দিতে রাজি না হওয়ায় আমরা মামলা নিয়ে অনেক উল্টা-পাল্টা করেছেন এসকে সিনহা। একটি মামলার রায় সম্পূর্ণভাবে ডিকলেয়ার করেছিলেন। পরে সেই রায় সম্পূর্ণভাবে পরিবর্তন করে আগের রায়ের বিপরীত রায় দিয়েছিলেন।’

ঘুষ চাওয়ার অভিযোগে এসকে সিনহার বিরুদ্ধে কবে মামলা করেছেন- এমন প্রশ্নের জবাবে নাজমুল হুদা বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর এই মামলা করেছি।’

ঘুষ চাওয়ার এতপরে কেন মামলা করেছেন, জানতে চাইলে নাজমুল হুদা বলেন, ‘আমার বিরুদ্ধে এসব বিষয় নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাই এখন মামলা করেছি।’ তবে তিনি সিনহাকে কোনো ঘুষ দেননি বলেও এসময় দাবি করেন।

Print Friendly, PDF & Email
FacebookTwitter