স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে বাসের ধাক্কা

অনলােইন ডেস্কঃ

সারাদেশে ট্রাফিক সপ্তাহ চলার মধ্যেই শুক্রবার রাতে ঢাকার কলেজগেট এলাকায় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে বহনকারী গাড়িকে ধাক্কা দিয়েছে নিউ ভিশন পরিবহনের একটি বাস। তবে এ দুর্ঘটনায় অক্ষত আছেন মন্ত্রী।

পুলিশ বাসটি (ঢাকা মেট্রো ব-১১-৭৪৭৫) জব্দের পাশাপাশি চালক ইব্রাহিম খলিল ইমন (২২) এবং হেল্পার মানিককে আটক করেছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে নিশ্চিত করেন। এ ঘটনায় একটি মামলা দায়েরের হয়েছে ।

তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী শেরেবাংলা নগর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একজন রোগী দেখে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে নিউ ভিশন পরিবহনের ওই বাসটি পেছন থেকে ধাক্কা দেয়। ওই সময় মন্ত্রী গাড়িতেই ছিলেন। ঘটনার কিছুক্ষণ পরে ওই গাড়িতে করেই ঘটনাস্থল ছেড়ে চলে যান মন্ত্রী।

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন থামতে না থামতেই এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িকে পড়তে হলো রাজধানীর বেপরোয়া বাসের কবলে।

শুক্রবার চলমান ট্রাফিক সপ্তাহের ষষ্ঠ দিন শেষে সারাদেশে মোট ১ লাখ ৩৪ হাজার ২৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তিন কোটি ৭৭ লাখ ৫৯ হাজার ২২৩ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়াও সারাদেশে ৪০ হাজার ৬৩০ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে পুলিশ।

Print Friendly, PDF & Email
FacebookTwitter