স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি গায়েবকারী ৬ জন সিআইডি কার্যালয়ে

আইন আদালতঃ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ক্রয়সহ বিভিন্ন জরুরি নথি গায়েবের পর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা সচিবালয়ে তদন্তে গিয়ে ছয়জনকে নিয়ে গিয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্ম সচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহ করছেন।

যাদের সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা হলেন- বাদল, বারী, জোসেফ, ফয়সাল, আয়শা এবং মিন্টু।

এর আগে, তদন্তের সময় সবার আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র চেক করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙুলের ছাপ নেওয়া হয়।

গতকাল শনিবার (৩০ অক্টোবর) ১৭টি ফাইল হারানোর ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter