হাসপাতাল আবাসিকে গাঁজা গাছ সন্দেহে ৫০০ গাছ জব্দ

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজার মতো দেখতে গাছ উদ্ধার

সারাদেশঃ
চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজার মতো দেখতে গাছ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর হাসপাতালের আবাসিক এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক পাঁচ শতাধিক গাঁজার মতো গাছ উদ্ধার করে সদর থানা পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান গণমাধ্যমকে জানান, সদর হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজার মতো দেখতে গাছ রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

ওই এলাকায় ৮-৯ টি জায়গা থেকে আনুমানিক পাঁচ শতাধিক গাঁজা সাদৃশ্য গাছ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

তিনি আরও জানান, গাছগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজশাহী মাদক পরীক্ষাগারে পাঠানো হবে। গাঁজা গাছ প্রমাণিত হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সাজিদ হাসান জানান, হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজা সাদৃশ্য গাছ বেড়ে ওঠার বিষয়টি জানা নেই।

লোকবল সঙ্কটের কারণে ওই এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটছে।

তবে, আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালের আবাসিক এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে বলেও জানান তিনি।

-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter