হেফাজতের আন্দোলনে ৫০০ জনকে আসামী করে মামলা

হেফাজতের আন্দোলনে ৫০০ জনকে আসামী করে মামলা

আন্দোলনঃ
ঢাকার বায়তুল মোকাররম মসজিদে শুক্রবার (২৬ মার্চ) হেফাজত ইসলামের সঙ্গে যুবলীগ-ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পল্টন থানার এসআই শামীম হোসেন বাদী হয়ে দায়ের করা মামলায় অজ্ঞাত ৪০০ জন থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এ ব্যাপারে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, মামলায় সরকারি কাজে বাধা, ভাঙচুর, ভয়ভীতি ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:

মামলায় জব্দ তালিকায় দেখানো হয়েছে ১৫ টি ইটের টুকরা, ১২ টি বাঁশের লাঠি ও ৫ টি ভস্মীভূত মোটরসাইকেল। শুক্রবার দুপুর দেড়টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় সাড়ে ৮শ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এছাড়া শতাধিক রাউন্ড টিয়ার সেল ছুঁড়েছে পুলিশ।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter