১০ দিন অবরুদ্ধ কুষ্টিয়ার এক পরিবার

সারাদেশঃ
১০ দিন ধরে অবরুদ্ধ কুষ্টিয়া সদরের এক পরিবার। বাড়ির চারপাশের জমি নিজের দাবি করে বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন স্থানীয় ইউপি সদস্য।

ওই পরিবারের সাথে প্রতিবেশীদের যোগাযোগের বিষয়েও নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

কুষ্টিয়া সদরের ঝাউদিয়া গ্রামের দীপু মীর। পৈত্রিক ভিটায় বাস করছেন যুগের পর যুগ।

কিন্তু হঠাৎই ওই জমি নিজের দাবি করে বাড়ির আঙিনা ঘিরে রেখেছে স্থানীয় ইউপি সদস্য কাশেম মান্দার। এতে অবরুদ্ধ ওই পরিবার। স্কুলে যেতে পারছে না শিশুরাও।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিনিয়ত হুমকী ও হামলার শিকার হচ্ছেন তারা। তাদের সহয়তা করতে পারছে না প্রতিবেশীরাও। যদিও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি ওই ইউপি সদস্য কাশেম মান্দার।

এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য কাশেম মান্দার বলেন, বিষয়টি তার জানা নেই।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান ভুক্তভেগী পরিবার।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter