১ জুলাই থেকে নতুন নিয়মে চলবে ব্যাংকের কার্যক্রম

১ জুলাই থেকে নতুন নিয়মে চলবে ব্যাংকের কার্যক্রম

অর্থনীতিঃ
সরকার করোনা মোকাবেলায় সীমিত পরিসরে লকডাউন ঘোষণা করলেও সোমবার থেকে বুধবার এই তিনদিন আগের নিয়মেই ব্যাংক খোলা থাকবে।

তবে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে কঠোর লকডাউনে সীমিত আকারে চলবে ব্যাংকিং কার্যক্রম।

রোববার (২৭ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ৩০ জুন পর্যন্ত আগের নিয়মেই চলবে ব্যাংকিং কার্যক্রম। ১ জুলাই থেকে নতুন নিয়মে ব্যাংকের লেনদেন হবে। এর আগে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করবে বলেও জানান তিনি।

জানা গেছে, সোমবার (২৮ জুন) থেকে বুধবার পর্যন্ত এই তিনদিন আগের মতোই সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংকিং লেনদেন চলবে।

এর আগে গতকাল শনিবার (২৬ জুন) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন দেওয়া হয়েছে। তবে আমাদের অর্থবছর শেষ হচ্ছে। অ্যাকাউন্ট সেকশন, এনবিআর রিলেটেড অফিসগুলো সীমিত পরিসরে খোলা থাকবে।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter