অনলাইন ডেস্কঃ

ভারত থেকে বাংলাদেশের জাতীয় গ্রিডে আরো ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্তির উদ্বোধন করা হয়েছে।

সোমবার উদ্বোধন উপলক্ষে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কনফারেন্সে হিন্দিতে বক্তব্যের শেষে বাংলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজ থেকে আমরা আরো কাছে এলাম। আমাদের সম্পর্ক আরও গভীর হলো।

এ সময় নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারত সম্পর্ককে ইতিহাসের সোনালি অধ্যায় হিসেবে অভিহিত করেন।

জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর গ্রিড থেকে কুষ্টিয়ার ভেড়ামারার আন্তঃবিদ্যুৎ সংযোগ গ্রিডে এ বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।

নতুন ৫০০ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে ৩০০ মেগাওয়াট আসবে ভারতের সরকারি খাত ‘ন্যাশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে। বাকি ২০০ মেগাওয়াট আসবে ভারতের বেসরকারি খাত পাওয়ার ট্রেডিং করপোরেশন থেকে।

বর্তমানে ভারত থেকে আমদানি করা বিদ্যুতের পরিমাণ ৬৬০ মেগাওয়াটের মধ্যে ৫০০ মেগাওয়াট পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় যুক্ত হয়েছে। এ ছাড়া ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের ত্রিপুরা রাজ্য থেকে কুমিল্লায় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হয়েছে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily