এসএমই চেয়ারপার্সন এর সঙ্গে বাংলাক্রাফ্ট পর্যদের সৌজন্য সাক্ষাৎ

এসএমই চেয়ারপার্সন এর সঙ্গে বাংলাক্রাফ্ট পর্যদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক রিপোর্টঃ
অদ্য ৭ই নভেম্বর ২০২২ তারিখে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. মোঃ মাসুদুর রহমান এর সঙ্গে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুুতকারক ও রপ্তানীকারক সমিতি (বাংলাক্রাফ্ট) এর নবনির্বাচিত পরিচালক পর্ষদের সদস্যগন সৌজন্য সাক্ষাৎকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য মিলিত হন।

সভায় উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের এর ব্যবস্থাপনা পরিচালক; ড. মোঃ মফিজুর রহমান, বাংলাক্রাফ্ট সভাপতি; জনাব এস. ইউ. হায়দার, পরিচালক; আশরাফুর রহমান, কোষাধ্যক্ষ; জুল হোসেন জনী, পরিচালক; মোঃ তাফাজ্জল হোসেন, পিযুষ ভদ্র, মিসেস্ সোহেলী নাজনীন রুবা, মোঃ আবু কাউছার, লিজা পারভীন, নাসরিন আক্তার মিলা, আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি জনাব কাজী শাহাব উদ্দিন ও লিপি খন্দকার।

-শিশির

Print Friendly, PDF & Email
FacebookTwitter