চট্টগ্রামে পাহাড় ও দেয়াল ধসে ৪ জন নিহত

অনলাইন ডেস্কঃ

পাহাড় ও দেয়াল ধসে চট্টগ্রামে মা-মেয়েসহ ৪ জন নিহত হয়েছে। ভারী বৃষ্টিতে বন্দরনগরী আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার রহমান নগরে পৃথক এ ঘটনা ঘটে।

গত রাত পৌনে দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতরা হলেন ফিরোজশাহ কলোনীর বরিশাল ঘোনায় বাসিন্দা একই পরিবারের মা নূর জাহান (৪৫), তার আড়াই বছরের মেয়ে ফয়জুন্নেসা ও বিবি জোহরা (৭০)।

এ ছাড়া নগরের পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় পৃথক দেয়াল ধসের ঘটনায় নূরুল আলম নান্টু (৩০) নামে একজন নিহত হন। তিনি রহমান নগরের বাসিন্দা লালমিয়ার ছেলে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কর্মকর্তা আনসার উদ্দিন বলেন, নগরে প্রায় একই সময়ে পৃথক দুটি দুর্ঘটনা ঘটেছে। রাত আড়াইটার দিকে ফিরোজশাহ কলোনীর বরিশাল ঘোনায় পাহাড় ধসে একই পরিবারের মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। দুইজনের মরদেহ উদ্ধার করা গেলেও অপরজনের মরদেহ উদ্ধারে অভিযান চলছে। এর আগে রাত পৌনে দুইটার দিকে পাঁচলাইশ থানার রহমান নগর এলাকায় দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

-আরবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter