ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে মামলা!

অনলাইন ডেস্কঃ

জমির বিরোধ, ভাঙ্গচুর ও হত্যা চেষ্টার অভিযোগে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

আশুলিয়া থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

থানা সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী নামক ব্যক্তি গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্যের পরিচালক মো. সাইফুল ইসলাম শিশির, গণস্বাহ্যে কর্মরত মো. দেলোয়ার হোসেন ও মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে সোমবার মামলা (মামলা নম্বর ৪১) করেছে।

বিবাদীদের নামে মামলায় জমির বিরোধ, ভাঙ্গচুর ও হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
-ডিকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter