ইতালী ফেরত এক ব্যাক্তির মৃত্যু

ইতালী ফেরত এক ব্যাক্তির মৃত্যু

চলমানঃ

ইতালি থেকে ফিরে আসা এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা।

রোববার রাতে একটি হাসপাতালে তিনি মারা যান। প্রতিবেশীদের সন্দেহ, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

মৃত ব্যক্তির আশ পাশের ১০টি ঘর এবং দুটি বেসরকারি হাসপাতালের মানুষের চলাচল সীমিত করেছে উপজেলা প্রশাসন।

মৃত ব্যক্তি আঠারো বছর যাবৎ ইতালিতে থাকেন। মৃতের তাঁর দুই ছেলেও ইতালিতে আছেন। তিনি বাড়ি ফিরে আসেন গত ২৮ ফেব্রুয়ারি।

তবে ওই ব্যক্তি ইতালি থেকে ফেরার বিষয়টি উপজেলা করোনা প্রতিরোধ কমিটির নজরে আনেননি। এমনকি স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো হাসপাতালেও যাননি এবং এলাকায় স্বাভাবিক চলাফেরা করছিলেন। প্রতিবেশীরা এই নিয়ে শঙ্কিত থাকলেও তিনি লোকলজ্জার কারণে সরাসরি কিছু বলেননি। শনিবার থেকে ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে রাত নয়টার দিকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ থাকার পর চিকিৎসকেরা তাঁর পরিবারের সদস্যদের তাঁকে হৃদ্‌রোগের চিকিৎসা করাতে পরামর্শ দেন। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে তাঁকে আরেকটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter