জাতীয়ঃ

এবার বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ জাতীয় পর্যায়ে উদযাপিত হবে, যাতে চাকমা, মারমা, ত্রিপুরা, মণিপুরী এবং গারো সহ দেশের সকল জাতিগত সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা যায়।

বৃহস্পতিবার ২০ মার্চ রাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা বৈশাখ উপলক্ষে, সরকার নববর্ষের আরও অন্তর্ভুক্তিমূলক উদযাপনকে উৎসাহিত করার লক্ষ্যে একদিনের সরকারি ছুটি ঘোষণা করেছে।

নববর্ষ উদযাপনকে আরও অন্তর্ভুক্তিমূলক করার প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি নিশ্চিত যে- এটি বাংলাদেশের বৈচিত্র্যময় সংস্কৃতির প্রতিফলন ঘটাবে।

অতীতে, বাংলা নববর্ষের জন্য সরকারি ছুটি শুধুমাত্র বাঙালি সম্প্রদায়ের জন্য মঞ্জুর করা হয়েছিল, তবে এই নতুন পদক্ষেপ এখন জাতিগত পটভূমি নির্বিশেষে সকল নাগরিককে অন্তর্ভুক্ত করবে।

এই উদ্যোগের মাধ্যমে, সরকার দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে কাজ করছে, বিভিন্ন সম্প্রদায়ের সংস্কৃতি তুলে ধরে উদযাপনকে সমৃদ্ধ করছে।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily