ব্যাবসা-বাণিজ্যঃ

এমজি বাংলাদেশ ও র‍্যাংকন কার হাব-এর গ্রাহকদের জন্য অটো লোন সেবায় বিশেষ সুবিধা প্রদানে প্রতিষ্ঠান দুটির সাথে চুক্তি সাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটির গ্রাহকরা গাড়ি ক্রয়ে আইপিডিসি থেকে অটো লোন গ্রহণ করলে পাবেন দ্রুত প্রসেসিং সেবা এবং লোনের রেটে ছাড়।

উভয় প্রতিষ্ঠান বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ এবং মেলায় অংশ নেওয়ারও সুযোগ পাবেন এই চুক্তি অনুসারে।

এমজি বাংলাদেশ এবং র‍্যাংকন কার হাব-এর সিইও হোসেন মাশনূর চৌধুরী; আইপিডিসি ফাইন্যান্স-এর হেড অফ অটো লোন পারভেজ খানসহ উভয় পক্ষের আরও কজন কর্মকর্তা চুক্তি সাক্ষরকালে উপস্থিত ছিলেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily