সারাদেশঃ
নিখোঁজ হওয়ার একদিন পর কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মাটিচাপা দেয়া লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল ২৯ অক্টোবর, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট কান্দাপাড়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন বাঁশঝাড় থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

নিহতরা হলেন—ওই গ্রামের আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪২) ও শিশুপুত্র লিয়ন (৭)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত ২৮ অক্টোবর, বুধবার ওই গ্রামের বাড়ি থেকে রহস্যজনকভাবে তিন জন নিখোঁজ হন। ওই রাতেই এই দম্পতির মেজ ছেলে মোফাজ্জল কটিয়াদী মডেল থানা পুলিশকে ঘটনাটি অবহিত করেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ওই বাঁশঝাড়ে নতুন মাটি দেখে ঢাকা থেকে বাড়ি ফেরা বড় ছেলে তোফাজ্জলের মনে সন্দেহ দেখা দেয়। পরে সংবাদ পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে।

এ সময় ওই গর্ত থেকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনার রহস্য উদ্ঘাটনে পিবিআইসহ পুলিশের অন্যান্য ইউনিট কাজ করছে।

জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily