সারাদেশঃ

গাজীপুরের মেঘডুবি এলাকায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্রে কোয়ারেন্টিনে রাখা ৪৮ জন ইতালি প্রবাসীর মধ্যে  আটজনকে দু’দফায় রাজধানী উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে  একজনের করোনা ভাইরাস পজিটিভ এসেছে।

বুধবার সকালে গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান আরটিভি অনলাইনকে এটি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, কোয়ারেন্টিনে রাখা প্রবাসীদের ডাকা হয়েছে। যেহেতু একজনের ফলাফল পজিটিভ এসেছে তাই বাকি ৪০ জনকে আরও ১৪ থেকে ২১ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। 

তিনি আরও বলেন, গাজীপুর আরও কোয়ারেন্টিন প্রস্তুত রাখা হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily