আন্তর্জাতিকঃ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশের এক মন্ত্রীর মৃত্যু হয়েছে। গুলাম মুর্তজা বেলুচ নামের ওই মন্ত্রী প্রদেশের মানব ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ নিশ্চিত করেছেন বলে দেশটির গণমাধ্যম দ্য ডন’র খবরে জানানো হয়।

গুলাম মুর্তজাকে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) একজন সাহসী ও পরিশ্রমী সদস্য হিসেবে উল্লেখ করে মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘মুর্তজা বেলুচ করোনাভাইরাসের কারণে মারা গেছেন। তিনি পিপিপির একজন সাহসী ও পরিশ্রমী সদস্য ছিলেন।’

তার স্থান অন্যজনকে দিয়ে পূরণ করা কঠিন কাজ হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ।

এদিকে গোটা পাকিস্তানে করোনাভাইরাস ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়ছে। এখন পর্যন্ত দেশটিতে ৮০ হাজার ৪৬৩ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এতে আক্রান্ত হয়ে ১ হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily