আন্তর্জাতিকঃ
করোনার ছোবলে কানাডার টরন্টোতে দ্বিতীয় বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

৭২ বছর বয়সী মুক্তিযোদ্ধা হাজী তুতিউর রহমান স্থানীয় মাইকেল গেরন হাসপাতালে গত দুই সপ্তাহ ধরে আইসিইউতে থাকার পরে মারা যান।

তুতিউর রহমানের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখায়। তিনি মৌলভীবাজার জেলা এসোসিয়েশনের উপদেষ্টা ছিলেন। তার দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রী রয়েছেন। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

গত ৪ এপ্রিল অটোয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান প্রথম বাংলাদেশি হাজী শরিতুল্লাহ। এরপর ৫ এপ্রিল মারা গেলেন তুতিউর রহমান।

এ পর্যন্ত কানাডায় করোনায় আক্রান্তের সংখ্যা ১৬,৬৬৭ আর মৃত্যুবরণ করেছেন ৩২৩ জন। বর্তমানে টরেন্ট্রো এবং মন্ট্রিলে বেশ কয়েকজন বাঙালি আইসিইউতে রয়েছেন বলে জানা গেছে।

পুরো কানাডায় হু হু করে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। বাংলাদেশ কমিউনিটিতেও উদ্বেগ-উৎকণ্ঠা দিন দিন বেড়েই চলছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily