অনলাইনঃ

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারীর স্থায়িত্ব নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বক্তব্য অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সঙ্গে এই ধরনের মন্তব্য জনমনে হতাশা তৈরি করেছে বলেও উল্লেখ করেছেন তিনি।   

১৯ জুন, শুক্রবার জাতীয় সংসদ ভবন এলাকায় ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে দেয়া ভিডিও বার্তায় এই মন্তব্য করেন তিনি। এ ধরনের সমন্বয়হীন, অযাচিত বক্তব্য থেকে বিরত থাকার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙা রাখার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে, ঠিক তখন স্বাস্থ্য বিভাগের কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশ তৈরি করেছে।

তিনি আরো বলেন, করোনার এ সংকটে সম্মুখভাগের যোদ্ধাদের অনেকেই দেশ-জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এ পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। এ হত্যার তীব্র নিন্দা এবং নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান ওবায়দুল কাদের।

সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়কারী যত ক্ষমতাবানই হোক তার রেহাই নেই। এছাড়াও বর্তমানে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনকে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশে আরো দুই-তিন বছর করোনাভাইরাস (কোভিড-১৯) প্রকোপ থাকবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। বিশ্ব পরিস্থিতি এবং অভিজ্ঞতা বিচারে সারাবিশ্বের ন্যায় দেশেও এই ভাইরাসের সংক্রমণ থাকবে বলে উল্লেখ করেন তিনি।

১৮ জুন, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনের আগে এ তথ্য জানান ডা. আবুল কালাম আজাদ।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily