সারাদেশঃ
পুনম শাহরীয়ার ঋতু, গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চান্দরা খাড়া জোড়া মিল গেট এলাকায থেকে ১৫০ গ্রাম হিরোইন সহ মিজানুর রহমান( ৩৫ )নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে রেপিড একশন ব্যাটালিয়ান।

আটক কৃত ঐ যুবক রাজশাহীর কাশিয়াডাঙ্গা উপজেলার পশ্চিম বালিয়া গ্রামের ফারুক ইসলামের ছেলে।

সে রাজশাহী থেকে ড্রাগন ফলের ঝুড়িতে করে হিরোইন নিয়ে আসছিল।

পুলিশ সূত্রে জানা যায় গতকাল মঙ্গলবার রাতে রাজশাহী থেকে ড্রাগন ফলের ঝুড়ি কি করে মাদক নিয়ে আসছে এমন সব গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে র্যাব ইলেকশন ব্যাটেলিয়ন এ সময় তার কাছে থাকা ২ কার্টুন ড্রাগন ফল ও ১৫০ গ্রাম হিরোইন পাওয়া যায়।

পরে বুধবার সকালে আটককৃত যুবককে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়। আটককৃত যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ ঘটনা ইনচার্জ আকবর আলী জানান হিরোইন সহ যুবককে আটক করা হয়েছে ।

তার বিরুদ্ধে একটি মাদক মামলা হয়েছে।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily