মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ
ইয়েলো জার্নালিজম কত খারাপ জিনিস, ভারতের কেরালায় অন্তঃসত্ত্বা হাতির মর্মান্তিক মৃত্যুর বিষয়ে সেটা আবারও প্রমাণ হল। হাতির মৃত্যুর খবরটা আমাকে খুব আহত করেছিলো।

অফিস থেকে বাসায় আসার সময় গাড়িতে বসে বিস্তর ভাবলাম। গনেশ হিন্দুদের ভগবান। হাতি হিন্দুদের কাছে কোনভাবেই তুচ্ছ নয়। ভগবানের প্রতিচ্ছবিকে কেউ এভাবে মারতে পারে?? এটা আমি হজমই করতে পারছিলাম না।

তারপর লেগে গেলাম অনুসন্ধানে। প্রচুর সময় ব্যয় করে অবশেষে সন্ধান পেলাম আসল সত্যের। আমার শক্ত ধারণা ছিলো, প্রাণ যাক তবুও হিন্দুরা তাদের “আবতার অব সুপ্রিম গড” গনেশের ছায়াকে হত্যা করবেনা।

আসল সত্য হল– কেরালার রাজ্যের মালাপ্পুরমে বন্য শুকরের উৎপাতের কারণে ওই এলাকার মানুষ শুকর মারার পরিকল্পনা করেছিলো। ওই এলাকায় নাকি বন্য শুকর মানুষকে আক্রমণ করতো। আনারসে বিস্ফোরক ঢুকিয়ে রাখা হয়েছিল শুকরের জন্য।

কিন্তু নির্মম নিয়তি হাতিটিকে সেখানে নিয়ে যায়। খুবই অনাকাঙ্ক্ষিতভাবে হাতির মৃত্যু হয়। যেভাবে কাহিনী বানিয়ে সোশাল মিডিয়া সয়লাব করে দেয়া হয়েছে মানুষ স্বাভাবিকভাবেই বিশ্বাস করবে। কর্মকর্তা মোহন কৃষ্ণান মিথ্যা কথা লিখেছেন তার ফেসবুক অ্যাকাউন্টে। সেখান থেকে এই খবর ছড়িয়ে পড়ে।

তিনি সঠিক কথাগুলো লিখতে পারতেন। আর অনলাইন পোর্টালগুলোর কথা কি বলব? তারা মিথ্যার আড়ত। ভেরিফাই না করে যা তা পাবলিশ করে দেয়। এদের কারণে মানুষ বিভ্রান্ত হয়। জ্ঞানীরা সহজে বিভ্রান্ত হয়না। তারা ঘটনা যাচাই করে। তারপর প্রতিক্রিয়া দেয়।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily