অনলাইন
রাজধানীর চকবাজার আবাসিক এলাকার একটি পাঁচতলা ভবনে লাগা ভয়াবহ আগুণে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬০ জন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে বৃহস্পতিবার রাত ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৩৭ টি ইউনিট একযোগে ২০০ জন কর্মী ৫ ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনে। আগুণ নেভানোর পর ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থল তল্লাশি করছেন। তবে আগুন দেখা না গেলেও সকাল আটটা নাগাদ ধোঁয়া দেখা যাচ্ছিলো।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ জানান, উদ্ধারকাজ পুরোপুরি শেষ হওয়ার পর নিহতের সঠিক তথ্য জানা যাবে।

বুধবার আনুমানিক দিবাগত রাত পৌনে ১১ টার দিকে এই ঘটনা ঘটে। জানা গেছে, চুড়িহাট্টা মসজিদের পেছনের একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশের অন্যান্য ভবনেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

স্থানীয় একজন জানান, আগুন প্রথম যে ভবনে লাগে সেটি থেকে পরে অন্য আশেপাশে কয়েকটি ভবনে ছড়িয়ে পড়ে। ভবনগুলোর নিচে বিভিন্ন ধরনের দোকান, পারফিউম ও প্লাস্টিক সামগ্রীর গুদাম রয়েছে।

এদিকে আগুন লাগার ঘটনায় দগ্ধ-আহতদের মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ফায়ার অপারেটর বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। আপাতত কিছুই বলা যাচ্ছেনা। তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।
-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily