আইন আদালতঃ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন মগনামা এলাকায় কুখ্যাত ডাকাত মোঃ ইউনুছ@ গুরাইয়া ডাকাতসহ আরও কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তার বসত ঘড়ে একত্রিত হয়ে অপরাধ সংঘটনের জন্য সলাপরামর্শ ও প্রস্তুতি গ্রহণ করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে গত ০৬ এপ্রিল ২০২২ইং তারিখ ১৫৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে কুখ্যাত ডাকাত মোঃ ইউনুছ@ গুরাইয়া ডাকাতের ঘর ঘেরাও করে আসামী মোঃ ইউনুছ@ গুরাইয়া ডাকাত (৩০), পিতা- হাফেজ আশরাফ আলী সাং-আবজালিয়াপাড়া, থানা-পেকুয়া, জেলা-কক্সবাজার’কে আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর নিজ হেফজতে থাকা তার কোমর হতে ০১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ও তার বসত ঘর তল্লাশী করে সানসিটের উপর হতে আরও ০২টি ওয়ান শুটারগান এবং ০২ রাউন্ড গুলি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, মোঃ ইউনুছ@ গুরাইয়া ডাকাত পেকুয়া খানাধীন মগনামা এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত। সে এবং তার দলের সন্ত্রাসীরা স্থানীয় লোকজনের মধ্যে ভয়ভীতি ও আতংক সৃষ্টি করে ডাকাতি, ধর্ষণ এবং বিভিন্ন অপকর্ম করত।

এই কুখ্যাত ডাকাত দলের ভয়ে এলাকার লোকেরা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি। ধৃত আসামী ইউনুছকে এর আগে একাধিকবার র‌্যাব গ্রেপ্তারের চেষ্টা করলে সে বিভিন্ন কৌশলে পালিয়ে যায়।

এবারও সে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও সফল হতে পারেনি অবশেষে র‌্যাবের হাতে ধরা পড়েছে।

এই কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করায় এলাকার সাধারণ মানুষ স্বস্থি প্রকাশ করেছে এবং র‌্যাবের প্রতি তাদের আস্থা বৃদ্ধি পেয়েছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily