সারাদেশঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। গতকাল ৩ জুন, বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ও হাসপাতালের পিসিআর ল্যাবে দুই দফায় তার নমুনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। একই দিনে জেলায় আরো ৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করে জামালপুর জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান জানান, বুধবার রাতে পাওয়া তথ্যে ময়মনসিংহ পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় জামালপুরের ৫৭ জনের কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এদের মধ্যে ৩ জনের ফলোআপ রিপোর্ট হওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা ৫৪ জন।

তিনি আরো জানান, নতুন আক্রান্তদের মধ্যে ইসলামপুরের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল ছাড়াও একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজীনা আক্তারসহ এ উপজেলাতেই আক্রান্ত হয়েছেন ১৭ জন।

এছাড়া বকশীগঞ্জে ১৮ জন, সদরে ৮ জন, দেওয়ানগঞ্জে ৩ জন, মাদারগঞ্জে ২ জন, মেলান্দহে ১ জন রয়েছেন বলেও জানান ডা. সোহান।

গুগলের বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা

এখন পর্যন্ত জামালপুর জেলায় ৩০৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের ও সুস্থ হয়েছেন ১৩২ জন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily