জয়ের মাঠে কাকে জড়িয়ে ধরলেন মেসি!

খেলার খবরঃ

কাতারের লুসাইল স্টেডিয়াম। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল শেষ।

মাঠ দাপিয়ে তুমুল উদযাপন চলছে, হৈ হৈ নাচ-গান করছে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবলাররা।

লাইভ সম্প্রচারে দেখা গেলো, মহাতারকা মেসি হেঁটে যাচ্ছেন, হঠাৎ পেছন থেকে কেউ তাঁর বাঁ হাত টেনে ধরলেন। ঘাড় ঘুরিয়ে তাঁকে দেখেই আবেগে জড়িয়ে ধরলেন লিও মেসি।

অনেকেই ধরে নিলেন ভদ্রমহিলা নিশ্চয়ই মেসির মা সিলিয়া মারিয়া কুকসিটিনি (Celia María Cuccittini)।

শুধু সাধারণ মানুষ কেন, ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর থেকে শুরু করে বেশির ভাগ ভারতীয় সংবাদমাধ্যমেও ওই মহিলাকে তাৎক্ষণিকভাবে “মেসির মা” বলে বর্ণনা করা হলো।

কিন্তু না, তথ্যটি ছিলো একেবারেই ভুল। ইনি মেসির মা নন। মাঝবয়সি এই মহিলার নাম আন্তোনিয়া ফারিয়াস (Antonia Farías)।

মেসি তাঁকে এমন আবেগাপ্লুতভাবে জড়িয়ে ধরেছিলেন, এবং মহিলার চোখেমুখে এমন স্নেহের উদ্ভাস দেখা গিয়েছিল, তা থেকেই গোটা বিশ্বের অনেকের ভুল ধারণা হয়েছে।

৪২ বছর বয়সি আন্তোনিয়া ফারিয়াস হলেন আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের রাঁধুনি। প্রায় ১২ বছর ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

Leo Messi🌹 মানুষ হিসেবে অতুলনীয় ভালো। রোববারের ফাইনালের পর মেসি আন্তোনিয়াকে যোগ্য স্বীকৃতি দিয়েছেন বলেই মনে করছেন আর্জেন্টাইনরা।

(সংকলিত) আমিরুল ফয়সলের ফেসবুক থেকে

Print Friendly, PDF & Email
FacebookTwitter