সারাদেশঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- আশিক জাহাঙ্গীর কুদরত (৩২) ও মো. আরিফ হোসেন (৩০)। র‌্যাবের দাবি, নিহতরা মাদক বিক্রেতা।

মঙ্গলবার ভোরে কক্সবাজার-টেকনাফ সড়কে কেরুনতলী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। আশিক জাহাঙ্গীর কুদরত ময়মনসিংহের কোতোয়ালি এলাকার মো. আবদুল হাকিমের ছেলে ও মো. আরিফ হোসেন টোলাবড় মসজিদ নারায়ণগঞ্জ এলাকার আবদুল বারেকের ছেলে।

র‌্যাব টেকনাফ অফিসের লেফটেন্যান্ট মির্জা সাহেদ জানান, কক্সবাজারমুখী একটি ট্রাক ভোরে কেরুনতলী এলাকায় র‌্যাবের চেকপোস্টের সামনে এলে সিগন্যাল দেয়া হয়। এ সময় ট্রাক থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক বিক্রেতারা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পরে গোলাগুলি থেমে গেলে ট্রাকের নিচ থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা, দুটি দেশীয় তৈরি বন্দুক, আটটি গুলি উদ্ধার করা হয় বলে জানান তিনি।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

-পিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily