অনলাইনঃ
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, গত কয়েক মাসে দেশজুড়ে ছড়িয়ে পড়া ডেঙ্গু রোগে তার নিজের পরিবারের চার সদস্যও আক্রান্ত হয়েছেন।

শনিবার বিকেলে ঢাকায় ডিজিটাল সার্ভিস ডিজাইন এন্ড প্ল্যানিং ল্যাব কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘আমি ছাড়া আমার পরিবারের চারজনের ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হলে যে কী কষ্ট তা আমি দেখেছি।’

সারাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর দেশের সব সরকারি হাসপাতালে ডাক্তার ও নার্সদের ঈদুল আযহার ছুটি বাতিল করে সরকার। সে সময় হাসপাতালে নিজেদের কর্মঘণ্টার চেয়েও বেশি সময় ধরে নিরলসভাবে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়ায় ব্যস্ত ছিলেন তারা। মানবসেবায় ব্রত এই পেশাজীবীরা স্থান করে নেন সাধারণ মানুষের হৃদয়ে। তারা প্রশংসা পান সর্বস্তরের মানুষের কাছ থেকে। এবার সে দলে যোগ দিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।

তিনি বলেন, ‘আমরা বর্তমানে জাতীয় সমস্যা ডেঙ্গু মোকাবেলা করছি। নয়জন ডাক্তার ডেঙ্গুতে প্রাণ দিয়েছেন। কিন্তু কোনো ডাক্তার বা নার্সের চোখে ভয় নেই।’

ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসক ও নার্সরা যেভাবে কাজ করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘চিকিৎসকদের পেশা একটি মহৎ পেশা। পাশাপাশি, এটি থ্যাংকলেস পেশা । সব সমালোচনা ভুলেই মানুষের জন্য কাজ করতে হবে এখানে।’

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily