তেহরানের ব্রিটিশ রাষ্ট্রদূত গ্রেফতার

আন্তর্জাতিকঃ
উসকানিমূলক তৎপরতার অভিযোগে তেহরানের ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে গ্রেফতার করেছে ইরান।

সরকার বিরোধী বিক্ষোভকারীদের উসকানি দেয়ার অভিযোগে তাকে আটক করা হয়। তবে বিষয়টিকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে অভিহিত করেছে যুক্তরাজ্য।

সামরিক বাহিনীর অনিচ্ছাকৃত ভুলে ১৭৬ আরোহীসহ ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার বিষয়টি তেহরান অস্বীকার করার পর একদল ইরানি শনিবার বিকালে তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ করে। খবর বিসিবি।

বিক্ষোভকারীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একাত্মতা প্রকাশ করে যুক্তরাজ্যের দূতাবাসে যাওয়ার পথে ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ারকে আটক করে ইরানী পুলিশ।

তবে আটকের কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেয়া হয় বলে খবর প্রকাশ করেন ইরানি গণমাধ্যম।

উল্লেখ্য, গত বুধবার ভোররাতে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে কিয়েভ যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয়। ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পরেই বিমানটি ভূপাতিত করা হয়।

ভুলবশত ইউক্রেনের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ গভীর অনুশোচনা, ক্ষমা ও শোকপ্রকাশ করেছেন।

-কেএম

Print Friendly, PDF & Email
FacebookTwitter