অনলাইনঃ

আওয়ামী লীগ নেতা ও  ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ১৩ জুন, শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) হৃদরোগে আক্রান্ত হয়ে ‍মারা যান তিনি।

তার একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) নাজমুল হক সৈকত গণমাধ্যেমের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে দপ্তরের একজন কর্মকর্তা জানান, অসুস্থবোধ করায় শনিবার রাতে প্রতিমন্ত্রীকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌনে ১২টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

-আরপি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily