অনলাইনঃ
রাজধানীর ধানমন্ডিতে পুলিশকে লক্ষ্য করে বোমা সদৃশ বস্তু নিক্ষেপের ঘটনায় ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (৩১ আগস্ট) রাত সোয়া নয়টায় ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে। রমনা থানা পুলিশের বরাতে এ খবর দিয়েছে ইত্তেফাক অনলাইন।

আহত ট্রাফিক পুলিশের ওই সদস্যের নাম-পরিচয় জানা যায়নি। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল্লাহ হিল কাফি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমরা শুনেছি সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুট-ওভারব্রিজের উপর থেকে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়েছে।

এ ঘটনায় একজন কনস্টেবল আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily