সারাদেশঃ

নওগাঁয় পশু হাটে আ’লীগ-বিএনপি যৌথভাবে করোনা সচেতনতামূলক একটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি ও আওয়ামীলীগ যৌথভাবেন‌ ন‌ওগাঁ সদরের চকপ্রান কোরবানীর পশুর হাটে করোনাভাইরাস হাট থেকে বিস্তার লাভ না করে সে জন্ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ব্যাপক সচেতনতা সুষ্টির আয়োজন করা হয়।

ন‌ওগাঁ শহর ও পশুর হাটে মাইকিং, ক্রেতা-বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরন ও সচেতনতা বক্তব্য রাখা হয়।

অনুষ্ঠানে বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু,ফেলো,শ,ম,আ,আল কাফী তুহিন,ফেলো ,মো শফিকুর রহমান,ফেলো,পারভিন আক্তার মাষ্টার ট্রেইনার,শবনম মোস্তা্রি কলি, মাষ্টার ট্রেইনার লিপি সাহা মাষ্টার ট্রেইনারস ,শামিম আহমেদ, মাষ্টার ট্রেইনার,সহ বি,এন,পী ও আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেমোক্রেসি ইন্টারন্যশনালে প্রশিক্ণিত রাজনৈতিক নেতা নেত্রী।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily