অনলাইনঃ

গত ৮ জানুয়ারী সাভার উলাইলে ষ্টান্ডার্ড গ্রুপের একটি কারখানায় শ্রমিক অসন্তোস চলার সময় পাশের কারখানা আনলিমা টেক্সটাইলে কর্মরত শ্রমিক মোঃ সুমন পুলিশের গুলিতে নিহত হয় বলে প্রাথমিক ভাবে জানা যায়। নিরীহ শ্রমিকের প্রানহানির ঘটনায় আইবিসি গভীর ভাবে উদ্বিগ্ন।

আইবিসি অভিলম্বে নিহত শ্রমিকের পরিবারকে ১০ লক্ষ্য টাকা ক্ষতিপুরণ প্রদান করার জন্য সরকারের প্রতি দাবী জানান।

আইবিসি মনে করে ২০১৮ সালের ঘোষিত মজুরী কাঠামোতে অনেক অসংগতি রয়েছে যাহা প্রত্যেক দিনই বিভিন্ন দৈনিক পত্রিকায় উহা প্রকাশ পাচ্ছে। ঘোষিত মজুরী কাঠামোতে সমস্যা থাকলেও আইবিসি জ্বালাও পোড়াও বা ভাংচুরের মত কর্মকান্ডকে কোন ভাবেই সমর্থন করে না।

বিবৃতিতে বলা হয় গত ৮ জানুয়ারী শ্রম দপ্তরে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘোষিত নতুন মজুরী নিয়ে চলমান সমস্যা সমাধানের লক্ষ্যে ১২ সদস্যের যে ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছে উহার প্রতি আস্থা রেখে শ্রমিকদেরকে কাজে যোগদানের আহবান জানানো হয়। আইবিসি মালিক ও সরকারকে চলমান সমস্যা সমাধানে আন্তরিকতার সাথে আলোচনায় অংশ নেয়ার আহব্বান যানান।

গার্মেন্টস শিল্পের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আগামী কাল ১১ জানুয়ারী সকালে আইবিসির জরুরী এক সভা আহবান করা হয়েছে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily